রাজনীতিতে অনুপ্রবেশকারি ক্ষতি করছে দেশকে

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Aug 16, 2025 - 19:16
Aug 16, 2025 - 19:17
 0  4
রাজনীতিতে অনুপ্রবেশকারি ক্ষতি করছে দেশকে

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে শনিবার (১৬ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম বলেন, “রাজনীতিতে দুষ্টু লোকের আগমন হলে রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়। দেশের স্বাধীনতা, গনতন্ত্র ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা জরুরি। যদি রাজনীতি অনুপ্রবেশকারিরা দখল করে নেয়, তা দেশের জন্য ক্ষতিকর।”

তিনি জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন চান এবং সে লক্ষ্যে নির্বাচনী এলাকায় কাজ শুরু করেছেন। শেখ মোহাম্মদ শামীম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের সন্তান। তিনি জেলা বিএনপির উপদেষ্টা এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে যুক্ত। ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত আছি। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। স্বৈরাচারী এরশাদ সরকারের সময়সহ বর্তমান সরকারের আমলেও বহু মামলা ও কারাভোগের শিকার হয়েছি।”

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। তখন সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূইয়া দলীয় মনোনয়ন পান। শেখ শামীম বলেন, “আমি তৃণমূল পর্যায়ে কাজ করছি এবং জনগণ আমাকে সাড়া দিচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন চাইব।”

তিনি আরও বলেন, “একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। যারা নেতিবাচক মন্তব্য করছেন, তারা এক পর্যায়ে ইতিবাচক হবে বলে আশা করি। আমরা চাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হোক এবং গণতন্ত্রের বিকল্প নেই।”

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ রৌশন আলম ও মোঃ উজ্জ্বল মুন্সী, আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ হিরণ মিয়া, ব্যবসায়ী মোঃ আলমগীর, শ্যামল সিকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow