বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Aug 19, 2025 - 22:50
 0  0
বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মাগুরা জেলা শাখা পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও বিশাল র‍্যালিসহ একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরে হাসপাতালের সামনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়।

এরপর দুপুরের দিকে শহরের নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে এবং দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

র‍্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন, "স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি পরীক্ষিত ও শক্তিশালী সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে এই সংগঠনের নেতাকর্মীদের অতীতের মতোই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, মাসুদ হাসান খান কিজিল, যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow