বেরোবিতে আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ক সেমিনার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংকের আয়োজনে তরুণদের জন্য আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, ঢাকা ব্যাংক কর্তৃক আয়োজিত এই সেমিনার তরুণদের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ। তরুণ প্রজন্মকে আগামীর অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে হবে, এজন্য তাদের ব্যাংকিং, বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে সচেতন হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নূর আলম সিদ্দিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের এফভিপি ও রংপুর শাখার ম্যানেজার মঞ্জুর মোরশেদ এবং রিটেইল ব্যাংকিং ডিভিশনের এসএভিপি মোঃ সাইফুর রহমান। সেমিনারে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
What's Your Reaction?






