বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ওবিই ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘আউটকাম-বেসড এডুকেশন: এ প্যাথওয়ে টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক একটি কর্মশালা শুরু হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাপদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই কর্মশালার প্রথম দিন বুধবার (২১ মে) একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, “সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনা অপরিহার্য। আউটকাম বেসড এডুকেশন (ওবিই) এর মাধ্যমে পাঠদানের মানোন্নয়ন, বিশ্লেষণী দক্ষতা এবং ব্যবহারিক সক্ষমতা নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “বর্তমান ও আগত প্রজন্মকে আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে ওবিই ভিত্তিক কারিকুলাম চালু করা এখন সময়ের দাবি।”
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগের প্রফেসর ড. এ. বি. এম. রহমতুল্লাহ। তিনি আউটকাম বেসড এডুকেশনের ধারণা, লক্ষ্য, উদ্দেশ্য এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব। কর্মশালার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা ওবিই পদ্ধতির নীতি, প্রয়োগযোগ্যতা এবং তা বাস্তবায়নের কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
What's Your Reaction?






