সোহাগের পরিবারের পাশে বিএনপি, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিহত সোহাগের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। রবিবার (১৩ জুলাই) বিকেলে সোহাগের স্ত্রী ও সন্তানদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
এ সময় তিনি বলেন, “সোহাগ হত্যাকাণ্ড নিয়ে কেউ যেন রাজনীতির ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি সব হত্যাকাণ্ডেরই ঘোর বিরোধী। যদি বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কেউ এই হত্যার সঙ্গে জড়িত থাকে, তবে তাকেও সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে সোহাগ হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।”
সোহাগের স্ত্রী লাকি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এত নিষ্ঠুরভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে, যা মানুষ মানুষকে করতে পারে না। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। আমার ছোট দুটি সন্তান এতিম হয়ে গেছে। আমি কিভাবে ওদের মানুষ করব? আমি আপনাদের সবার কাছে সহযোগিতা চাই।”
ঘটনার সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন।
What's Your Reaction?






