বেরোবিতে আন্তঃবিভাগ বিতর্কে চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান বিভাগ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Jul 14, 2025 - 16:16
 0  1
বেরোবিতে আন্তঃবিভাগ বিতর্কে চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান বিভাগ

‘অন্যায়ের বিরুদ্ধে, তর্কের নির্ভীক বিস্ফোরণ’ স্লোগানে শহিদ আবু সাঈদ স্মরণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত চূড়ান্ত পর্বে সমাজবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন এবং পরিসংখ্যান বিভাগ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষার্থীরা।

আয়োজনে সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী বলেন, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধিতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তি প্রদর্শন ও মনোভাব প্রকাশে বিতর্কের জুড়ি নেই। তিনি আরও বলেন, প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর থেকে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুদ হোসেন। তিনি বলেন, শহিদ আবু সাঈদ স্মরণে আয়োজিত এই প্রতিযোগিতায় যুক্ত হতে পেরে গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সম্পৃক্ত থাকতে অধিদপ্তর আগ্রহী।

সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow