মাগুরার মহম্মদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মাগুরার মহম্মদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আহমেদ শরীফ।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। পরিবার পরিকল্পনার সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে মাঠকর্মীদের ভূমিকার প্রশংসা করেন তারা।
পরে, পরিবার পরিকল্পনা কার্যক্রমে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানগুলোর মাঝে ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করা হয়।
What's Your Reaction?






