“সনদ চাই” দাবিতে এনটিআরসিকে ঘেরাও ও মানববন্ধন

মোঃ রহমাতুল্লাহ,স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 1, 2025 - 12:48
Jul 1, 2025 - 13:35
 0  2
“সনদ চাই” দাবিতে এনটিআরসিকে ঘেরাও ও মানববন্ধন

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা থেকে ‘অবৈধভাবে’ বাদ পড়াদের নেতৃত্বে এনটিআরসি (NTRCA) ঘেরাও ও মানববন্ধন কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের একমাত্র দাবি - “সনদ চাই”।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, চলতি বছরের ৪ জুন এনটিআরসি দীর্ঘ আড়াই বছর পর ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। তবে ফল প্রকাশের পর একাধিকবার এনটিআরসি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সদুত্তর মেলেনি। এই অবস্থায় ২২ জুন প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এরপর ফের মঙ্গলবার (১ জুলাই) এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।

তাদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।

এক আন্দোলনকারী শিক্ষক বলেন, “করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষক নিবন্ধন কার্যক্রম স্থগিত ছিল। এরপর ২০২৩ সালের নভেম্বরে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়। দীর্ঘ আড়াই বছর পর ফল প্রকাশ হলেও ভাইভাতে ইচ্ছাকৃতভাবে আমাদের বাদ দেওয়া হয়েছে। এটা পুরোপুরি অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত।”

আরেকজন বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী ৩৫ বছর বয়সসীমার মধ্যে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকলেও এখন আমাদের অনেকের বয়স শেষ হয়ে গেছে। পরবর্তী কোনো সুযোগও নেই। অথচ দেখা যাচ্ছে, দুর্নীতি করে অনেককে উত্তীর্ণ করা হয়েছে, আর মেধাবী ও যোগ্য প্রার্থীদের ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে।”

১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোঃ রাসেল আহমেদ বলেন, “ভাইভা বোর্ডে সাধারণত অধিকাংশ প্রার্থী উত্তীর্ণ হন। কিন্তু এবার ১৮তম পরীক্ষায় ব্যতিক্রমভাবে অধিকাংশকে বাদ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ।”

আন্দোলনকারীরা বলছেন, শিক্ষক হতে চাওয়া হাজারো তরুণ-তরুণীর স্বপ্নে পানি ঢেলে দেওয়া হয়েছে এই চূড়ান্ত ফলাফলের মাধ্যমে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও পুনরায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মেধাবীদের ‘সনদ’ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow