মুন্সীগঞ্জে সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Jul 1, 2025 - 13:31
 0  1
মুন্সীগঞ্জে সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শ্রমিক সজল হত্যাকাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড মঞ্জুর করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান এ আদেশ দেন। সজল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে ফয়সাল বিপ্লবকে আদালতে হাজির করা হয়। শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা সজীব দে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল হালিম এবং ফয়সাল বিপ্লবের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানউল্লাহ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, গত ২২ জুন ঢাকায় অভিযান চালিয়ে ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমে তাকে যুবদল নেতা শামীম হত্যা মামলার আসামি দেখিয়ে ঢাকা আদালতে তোলা হয় এবং সেখান থেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সোমবার (৩০ জুন) দুপুরে তাকে মুন্সীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। আদালতের নির্দেশে রিমান্ড শেষে তাকে পুনরায় মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, আদালতে রিমান্ড আদেশের পর জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের সংঘর্ষে শ্রমিক মোহাম্মদ সজলসহ তিনজন নিহত এবং শতাধিক আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত তিনটি পৃথক হত্যা মামলা দায়ের হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow