শ্রীনগরে পুলিশের সফল অভিযান, ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা স্বপ্নভিলা সংলগ্ন এলাকা থেকে আমিনুল ইসলাম ওরফে আমিরুল (২৫) ও রোমান (২৩) নামের ওই দুইজনকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
শ্রীনগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। বিকেল পৌনে ৬টার দিকে স্বপ্নভিলা সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমিরুল ও রোমানকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আমিনুল ইসলাম ওরফে আমিরুল শ্রীনগর উপজেলার আরধীপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। অপরজন রোমান ফরিদপুর জেলার সদর উপজেলার সরদারকান্দি এলাকার মৃত চানমিয়া সর্দারের ছেলে।
এ বিষয়ে অভিযানের নেতৃত্ব দেওয়া শ্রীনগর থানার উপ-পরিদর্শক আব্দুল কাদের বলেন, "গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।"
এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তারা বলছেন, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে।
What's Your Reaction?






