শ্রীনগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 9, 2025 - 23:09
 0  4
শ্রীনগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রীনগরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমটি মীর সরফত আলী সপু’র পক্ষ থেকে আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম মাসুদ রানা। তিনি শ্রীনগর এম রহমান মার্কেটের সামনে থেকে ডাকবাংলো পর্যন্ত সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নারী ও শিশু ফোরামের সভাপতি সামসুল ইসলাম, উপজেলা যুবদলের আরিফ হোসেন, যুবনেতা আবু জাফর জিয়া, মতিন শেখ, মিরাজ হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ, যুবনেতা সোহেল মাতবর, সোহেল রানা ও রিমন হোসেন প্রমুখ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তথ্য ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিএনপির রূপরেখা বাস্তবায়নে সমর্থন আহ্বান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow