ব্রাহ্মণবাড়িয়ায় বিরল রোগে আক্রান্ত মাদরাসা ছাত্র নাজমুল

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Oct 9, 2025 - 20:55
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় বিরল রোগে আক্রান্ত মাদরাসা ছাত্র নাজমুল

ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদরাসার দাওরায়ে হাদিসের মেধাবী ছাত্র নাজমুল হাসান এক বিরল ও জটিল রোগে ভুগছেন। জন্মগতভাবে এই রোগে আক্রান্ত নাজমুলের ডান পা অস্বাভাবিকভাবে ফুলে বিশাল আকার ধারণ করেছে এবং রক্তনালীগুলোতে গুরুতর জটিলতা দেখা দিয়েছে। ফলে তার দৈনন্দিন চলাফেরা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। মাঝে মাঝে আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়ে রক্তপাত হয়, যা তার জীবনকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলছে।

বাংলাদেশে এই রোগের বিশেষায়িত চিকিৎসা না থাকায় মেডিকেল বোর্ডের পরামর্শে নাজমুল বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য নিয়মিত চিকিৎসা, ফলোআপ এবং একটি জটিল অস্ত্রোপচার অপরিহার্য। অস্ত্রোপচার না করালে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

চিকিৎসা ও অপারেশনের আনুমানিক ব্যয় ১০ থেকে ১২ লাখ টাকা। কিন্তু নাজমুলের পরিবারের আর্থিক অবস্থার অবনতি থাকায় এই বিপুল ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে শুভানুধ্যায়ীদের সহায়তায় প্রায় তিন লাখ টাকার একটি তহবিল গঠন হয়েছে। তবে প্রয়োজনীয় অর্থের ঘাটতির কারণে চিকিৎসা অনিশ্চয়তায় পড়েছে।

জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষক ও সহপাঠীরা নাজমুলের চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। তারা বলেছেন—
“নাজমুলের পাশে দাঁড়ান। আপনার সামান্য সহযোগিতাই তার জীবন ও স্বপ্নকে বাঁচাতে পারে।”

সহযোগিতার মাধ্যম:
বিকাশ/নগদ (পারসোনাল): ০১৭১১৭৭৫২১৩

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow