রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে নিহত রকি হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মো. আবু তালেব মেম্বার (৩৭) ও মো. পলাশ খাঁ (৩৩)।
সোমবার (৩০ জুন) বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, গত ২৩ জুন রাত ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে কামরাঙ্গীরচর থানার ৫৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় রিকশা গ্যারেজের সামনে পাকা রাস্তার ওপর পূর্ব শত্রুতার জেরে রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে আসামিরা।
গ্রেফতারকৃত দুইজন ছাড়াও পলাতক অবস্থায় রয়েছেন আবু বক্কর, দুলাল মিয়া ও আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি। হামলার পর তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন রকির চিৎকার শুনে এগিয়ে এলে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রকি মারা যায়।
ঘটনার পরদিন নিহত রকির মা রাজিয়া বেগম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, মামলা দায়েরের পর তথ্য-প্রযুক্তির সহায়তায় ও নিবিড় তদন্তের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, ঘটনার একদিন আগে অর্থাৎ ২২ জুন বেলা সাড়ে ৩টার দিকে আবু তালেব মেম্বার ও শাওন নামের অপর একজন রিকশাওয়ালার কাছ থেকে জোরপূর্বক টাকা নেয়। রিকশাওয়ালা বিষয়টি রকিকে জানালে রকি আবু তালেবকে প্রশ্ন করে—যার ফলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা ও গালাগালি হয়।
এই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে রকিকে হত্যা করা হয় বলে স্বীকার করেছে আসামিরা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। একইসঙ্গে পলাতক অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?






