শ্রীনগরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও যুব সমাবেশ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Aug 15, 2025 - 14:26
 0  9
শ্রীনগরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল ও যুব সমাবেশ

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা যুবদলের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করতে দেওয়া হবে না। কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন— আমরা তা হতে দেব না। বর্তমান সরকার তাদের কথামতো ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, এজন্য ধন্যবাদ।”

সরফত আলী সপু আরও বলেন, “আজ তাদের নেতার মৃত্যুবার্ষিকী, অথচ ধানমন্ডিতে তাদের দেখা মিলল না। ফ্যাসিবাদী সরকারের দোসররা আর কোনো দিন এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”

শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জসিম মোল্লা, জেলা যুবদলের সদস্য কেএম রাজীব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজী শামীম ইমাম সাচ্চু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আলমগীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাদশা, শ্রমিকদলের সভাপতি শফিক মোল্লা, সাধারণ সম্পাদক শফিক ভুইয়া, নারী ও শিশু অধিকার ফোরামের জেলার সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান শিকদারসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow