সদরপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Aug 15, 2025 - 19:41
 0  6
সদরপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ফরিদপুরের সদরপুরে নানা আয়োজনে পালন করা হয়েছে। প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে গবাদিপশু ও নগদ অর্থ বিতরণ করা হয়।

শুক্রবার দুপুর ১২টায় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদুরুজ্জামান বদুর সভাপতিত্বে আমিরাবাদ চৌরাস্তায় উপজেলা বিএনপির কার্যালয়ে জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক সত্তার মাস্টার, বিএনপি নেতা আবু সাইদ, মাসুদুর রহমান, মিজানুর রহমানসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ১টি অসহায় পরিবারকে একটি গরু এবং আরও ৪টি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। পরে নেতারা স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের দলের দিকনির্দেশনা প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow