নগরকান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া মাহফিল

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আসর উপজেলা মডেল মসজিদ চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈবুর রহমান মাসুদসহ অন্যান্য নেতাকর্মী।
এ ছাড়া ওলামা দলের নেতা মাওলানা রুহুল আমিন, গোলাম মোস্তফা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
What's Your Reaction?






