ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে জন্মাষ্টমী উপলক্ষে গীতা পাঠ প্রতিযোগিতা

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে শুক্রবার (১৫ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ প্রতিযোগিতা। শ্রীঅঙ্গন গীতা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় সহস্রাধিক প্রতিযোগী পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেন।
সকাল সাড়ে ৮টায় শ্রী অঙ্গনের প্রধান শিক্ষক ও পরিচালক শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারী প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গীতা পাঠ কেবল ধর্মীয় অনুশীলন নয়, এটি জীবনের নীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার অন্যতম মাধ্যম।”
দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানস্থলে ধর্মীয় ভক্তি সংগীত, শ্রীকৃষ্ণের লীলা কাহিনী ও আলোকসজ্জায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
What's Your Reaction?






