ফরিদপুরে দুঃস্থ নারীদের স্বাবলম্বী কৃরতে ব্র্যাকের পাটজাত পণ্য উদ্যোক্তা প্রশিক্ষণ

ফরিদপুরে গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দুঃস্থ ও অসহায় নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে পাটজাত পণ্যের ওপর টেকসই উদ্যোক্তা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ব্র্যাক মাইক্রোফিন্যান্স (ইডিইউ) এর উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ফরিদপুর পৌরসভার দক্ষিণ চর কমলাপুর এলাকায় আয়োজিত ৭ দিনব্যাপী এই প্রশিক্ষণে নারীদের পাটের বিভিন্ন পণ্য যেমন— পলিথিনের বিকল্প পাটের ব্যাগ, পাপোশ, ভ্যানিটি ব্যাগ, কার্পেট, ওয়ালসেট ও শোপিসসহ বিভিন্ন হস্তশিল্প তৈরির কৌশল শেখানো হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি তাদের আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবে। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশকারী নারীদের পরবর্তীতে ঋণ সহায়তার আওতায় আনা হবে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শক দলে ছিলেন ব্র্যাক মাইক্রোফিন্যান্স (ইডিইউ) এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মলয় চন্দ্র সরকার, ম্যানেজার মোঃ দুলহান হোসেন চৌধুরী, বিভাগীয় হিসাব ব্যবস্থাপক সুবির কুমার সরকার, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আসাদুল্লাহ, (ইডিইউ) এর আঞ্চলিক ব্যবস্থাপক দেবাশীষ ঘোষ, স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক শরিফুল ইসলাম এবং (ইডিইউ) এর এলাকা ব্যবস্থাপক আলাউদ্দিন খান।
এসময় বক্তারা বলেন, ব্র্যাক তাদের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রচলিত পাট শিল্পে নতুন ও টেকসই উদ্যোক্তা তৈরি হচ্ছে, যা রপ্তানি বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের প্রকৃত চাহিদা মেটাতে সক্ষম হবে। তারা আরও বলেন, এই বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণের ফলে নতুন উদ্যোক্তারা কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না।
ব্র্যাক মাইক্রোফিন্যান্স (ইডিইউ) এর প্রশিক্ষক আলেয়া বেগমের অধীনে জেলার বিভিন্ন এলাকা থেকে ২৫ জন নারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
What's Your Reaction?






