আত্রাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Aug 16, 2025 - 18:59
 0  2
আত্রাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের হলরুমে এ শিবির অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আসাদুল্লাহ আল গালিব সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার মো. আব্দুর রাকিব। তিনি বলেন, “বর্তমান সময়ে ইসলামী মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগঠিতভাবে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী সর্বদা মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট। কর্মীদের আরও দক্ষ ও আদর্শবান করে গড়ে তুলতে হবে, যাতে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”

নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী, জেলা কর্ম পরিষদ সদস্য ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, “আমাদের সংগ্রাম শুধু রাজনৈতিক নয়, এটি একটি আদর্শিক আন্দোলন। আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সুরক্ষিত হবে। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন আমীর মো. শাহিন আহমেদ, আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. মতিউর রহমান শাহিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow