আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Aug 16, 2025 - 18:55
 0  3
আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় নদীর বেড়িবাঁধের একটি অংশ ভেঙে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় তালপাতিলা, চকবালু, চকরামপুরসহ অন্তত কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, একই স্থানটি গত বছর বন্যায় ভেঙে গিয়েছিল। মাসখানেক আগে মেরামত করা হলেও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আবারও ভেঙে গেছে বাঁধটি।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। তিনি বলেন, “নদীতে পানির চাপ বৃদ্ধির কারণে বেড়িবাঁধ ভেঙেছে। দ্রুত সময়ের মধ্যে মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি শুকনো খাবার মজুত ও আশ্রয়কেন্দ্র প্রস্তুতের কার্যক্রম চলছে।”

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দুপুর ১২টার দিকে মান্দা উপজেলার জোত বাজার পয়েন্টে আত্রাই নদীর পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার এবং রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এদিকে নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় মান্দা উপজেলার চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী, জোকাহাট, দ্বারিয়াপুর, নুরুল্লাবাদ, পারনুরুল্লাবাদ ও তালপাতিলা এলাকার অন্তত ১০টি বেড়িবাঁধকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধের লক্ষ্মীরামপুর, আয়াপুর, পাঁজরভাঙ্গা, পলাশবাড়ী, মিঠাপুর, নিখিরাপাড়া ও গোয়ালমান্দাসহ অন্তত ২০টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow