ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় নববিবাহিত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
Aug 10, 2025 - 13:39
 0  4
ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় নববিবাহিত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় নাজিম মোস্তফা নোবেল মুন (২৬) নামের এক নববিবাহিত মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মুন সদর ইউনিয়নের সতেররশি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ডাক্তার বাজার এলাকায় একটি বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেলের ব্রেক কষলে সেটি উল্টে যায় এবং মুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আটরশি হাসপাতালে নেন, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মাত্র এক সপ্তাহ আগে মুনের বিয়ে হয়েছিল। হাতে মেহেদির রং শুকানোর আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow