পিরোজপুরে জামায়াতে ইসলামী আয়োজিত প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনের সেন্টার কমিটির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে পিরোজপুর নতুন বাসস্থান সংলগ্ন আল্লামা সাঈদী ফাউন্ডেশনে জেলা জামায়াতে ইসলামী এ আয়োজন করে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর তোফাজ্জল হোসেন ফরিদ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জহিরুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আমীর হাফিজুর রহমান, পিরোজপুর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, “আমরা সৎ ও যোগ্য নেতাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবো। মাসুদ সাঈদী সৎ, যোগ্য এবং দূর্নীতিমুক্ত নেতা। পেশিশক্তির কাছে নয়, আমরা কেবল আল্লাহর কাছে মাথা নত করবো।”
মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন, “পিরোজপুরকে আধুনিক, দূর্নীতিমুক্ত, চাঁদাবাজ ও লুটপাটমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। আমি আল্লামা সাঈদীর সন্তান এবং তার মতো আমিও দূর্নীতিমুক্ত।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমীর ইসহাক আলী খান, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মো. ইমরান খান, সদর উপজেলা সভাপতি মো. আহসান, পৌর সভাপতি মো. রাকিবুল ইসলামসহ বিভিন্ন সেন্টারের সভাপতি ও সেক্রেটারিরা।
What's Your Reaction?






