ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমির হোসেন, জেলা এনএসআই উপ-পরিচালক ইকবাল হোসেন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, আনসার অ্যাডজুডেন্ট অরূপ দাস, জেলা কারাগারের জেল সুপার নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাশেম আলী, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস. এম. আব্দুল হালিম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা।
সভায় বক্তারা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং উন্নতির জন্য নানা দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে মহাসড়কে দুর্ঘটনা রোধে ইজিবাইক চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ওপর জোর দেওয়া হয়। এ বিষয়ে সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করা হয়।
গাড়ি চালকদের ডোপ টেস্টের সংখ্যা বৃদ্ধি, জেলার সব অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনা, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের ধরতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, রাস্তার পাশে অবৈধ দখল উচ্ছেদ এবং বাড়ির আশপাশে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হয়।
এছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত আলোচনা আয়োজন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, শহরে পুলিশি টহল জোরদার এবং নতুন বাসস্ট্যান্ড ও ভাঙ্গা গোলচত্বর এলাকার বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবিও সভায় উত্থাপিত হয়।
What's Your Reaction?






