মাগুরায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন
মাগুরা সদর উপজেলার ১১নং বেরইল-পলিতা ইউনিয়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মী সমাবেশ-২০২৫ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বেরইল-পলিতা বাজারসংলগ্ন মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম রানা, মোঃ মাহাবুবুর আলম মানু, মোঃ ফয়সাল হোসেন শাকিল, মোঃ নূর হোসেন জসীম ও মোঃ আসাদুজ্জামান আসাদ।
দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ মাগুরা ইউনিট স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুজ্জামান রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হাসান মাস্টার।
এসময় আরও বক্তব্য রাখেন দক্ষিণ মাগুরা ইউনিট যুবদলের আহ্বায়ক মুন্সী ইমরুজ্জামান এবং ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন হোসেন প্রমুখ।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ