মাগুরায় আইন-শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই ২০২৫ মাসের সভা, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, বাল্যবিবাহ নিরোধ কমিটি এবং মানব পাচার প্রতিরোধ কমিটির পৃথক পৃথক সভা একযোগে অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান, শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমির অধ্যাপক এমবি বাকের, মাগুরা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু সাঈদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।
What's Your Reaction?






