মাগুরায় ১১টি অবৈধ ইটভাটায় অভিযান, ২৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jan 8, 2026 - 08:59
 0  5
মাগুরায় ১১টি অবৈধ ইটভাটায় অভিযান, ২৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা

মাগুরায় পরিবেশ দূষণ রোধ ও অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় বুধবার (৭ জানুয়ারি) সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১১টি অবৈধ ইটভাটাকে মোট ২৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার মাগুরা সদর উপজেলার পাতুড়িয়া, বাগবাড়িয়া ও আড়পাড়া গ্রামে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাফাত আল মেহেদী ও মো. আমিনুল ইসলাম।

অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ১১টি ভাটাকে দোষী সাব্যস্ত করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ভাটা মালিকদের কাছ থেকে সর্বমোট ২৫ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মামলার প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব।

এই যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভাটা মালিকদের পরিবেশ আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন। ভবিষ্যতে আইন অমান্য করলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow