মাগুরার আড়পাড়া মডেল স্কুল ঘুরে মুগ্ধতা প্রকাশ করলেন শিক্ষা উপদেষ্টা

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Apr 21, 2025 - 12:30
 0  4
মাগুরার আড়পাড়া মডেল স্কুল ঘুরে মুগ্ধতা প্রকাশ করলেন শিক্ষা উপদেষ্টা

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধানচন্দ্র রায় পোদ্দার।

রবিবার (২০ এপ্রিল) সকালে বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, “আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। শিক্ষার্থীদের আচরণ, বিদ্যালয়ের পরিবেশ এবং সার্বিক শৃঙ্খলা আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। এটি একটি প্রকৃত মডেল স্কুলের প্রতিচ্ছবি।”

তিনি আরও জানান, মাগুরা জেলায় মোট ৫০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং পর্যায়ক্রমে সব বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন, সহকারী কমিশনার (ভূমি) মনীষা রানী কর্মকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল বাশার, শালিখা থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, জেলা বিএনপির সদস্য ও সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow