মহম্মদপুরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করলেন ইউএনও

মাগুরার মহম্মদপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় খাস জমিতে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা গেছে, সরকারি প্রণোদনা ও বিভিন্ন কর্মসূচির আওতায় ১১ হাজার ৮০০টি বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইউএনও শাহীনুর আক্তারের নেতৃত্বে এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সোবান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রব, বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বাচ্চু, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নওশের আলী, তথ্য আপা এমিলিয়া জামান সেতুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কর্মসূচির মাধ্যমে মহম্মদপুর আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
What's Your Reaction?






