ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 18, 2025 - 14:42
 0  2
ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, খন্দকার ফজলুল হক টুলু, দেলোয়ার হোসেন দিলা, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হোসেন মিঠু। সভা পরিচালনা করেন শামীম হোসেন।

বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে জরুরি নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অবিলম্বে একটি নির্বাচিত সরকারের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের দায়িত্ব গ্রহণের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি পরিচালিত হবে— এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশ পূর্বে একটি মৌন মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয় এবং সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এছাড়া দুপুরে চকবাজার মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow