সিরাজদিখানে ঢাবির নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ঝিকুট ফাউন্ডেশন ২৫ জুলাই

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
Jul 14, 2025 - 23:38
 0  2
সিরাজদিখানে ঢাবির নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ঝিকুট ফাউন্ডেশন ২৫ জুলাই

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ৮ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে ‘ঝিকুট ফাউন্ডেশন’।

আগামী ২৫ জুলাই (শুক্রবার) সকাল ৯টায় সিরাজদিখান উপজেলা অডিটোরিয়ামে জমকালো আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

সংগঠনটির সভাপতি, জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, রবীন্দ্র গবেষক ও শিক্ষক, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, মেজর সিফাতুল আলম, উপদেষ্টা, ঝিকুট ফাউন্ডেশন (বাংলাদেশ সেনাবাহিনী), অন্যান্য গুণীজন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়ন।

ঝিকুট ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কার্যক্রম: ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন, ‘সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা, মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণসভা, ‘ঝিকুটপত্র’ ম্যাগাজিন ও অনলাইন পোর্টাল, শিক্ষাবৃত্তি প্রদান, এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা, বিসিএস উত্তীর্ণদের সংবর্ধনা, শিক্ষা সেমিনার ও গুণীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

এই সংবর্ধনা অনুষ্ঠান শুধু উৎসাহ নয়, সমাজে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতেও অনুকরণীয় ভূমিকা রাখবে বলে আশাবাদী আয়োজকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow