ইন্দুরকানীতে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও চাচাতো ভাই

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও হয়েছেন তারই আপন চাচাতো ভাই। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
জানা যায়, সোমবার (১৪ জুলাই) স্থানীয় সাঈদখালী মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী হামিদা আক্তার (১২) পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে তার চাচাতো ভাই নাজমুল সরদার (২০) তাকে নিয়ে পালিয়ে যান।
বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। পরে জানতে পারেন, হামিদার বাবার ছোট ভাই লোকমান সরদারের ছেলে নাজমুল সরদারই তাকে নিয়ে পালিয়েছেন।
পরিবারের অভিযোগ, বিষয়টি নাজমুলের পরিবারের জানানো হলেও তারা কোন সহযোগিতা করেনি। শেষ পর্যন্ত মঙ্গলবার (১৫ জুলাই) ইন্দুরকানী থানায় হামিদার মা হাজেরা বেগম সাধারণ ডায়েরি করেন।
হামিদার মা হাজেরা বেগম বলেন, “আমার নাবালিকা মেয়েকে ফিরিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, এ ঘটনায় জিডি হয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
What's Your Reaction?






