প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় থানচিতে ফলজ ও বনজ চারা বিতরণ

প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বান্দরবানের থানচিতে কৃষক, শিক্ষার্থী, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলজ, বনজ চারা, গ্রীষ্মকালীন পুষ্টিকর সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি পুনর্বাসন প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৫ জুলাই) সকালে থানচি উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, ১০০ জন কৃষকের মাঝে পাঁচটি করে রানিগাঁও আমের চারা (মোট ৫০০টি), ৫০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পুষ্টিকর সবজি বীজ ১০ প্যাকেট, এমওপি সার ৫ কেজি ও ডিএপি সার ৫ কেজি করে (মোট ১০ কেজি), ৫০ জন কৃষকের মাঝে ২৫০টি লেবু চারা, ৫০০ জন শিক্ষার্থীর মাঝে বাড়ির আঙিনায় রোপণের জন্য নিম, বেল, জাম, কাঠাঁল - মোট ২০০০টি চারা বিতরণ করা হয়।
এছাড়া, ২১টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে তালগাছের ১০০টি চারা এবং প্লাস্টিক নাইলন ৫০০ ফুট। আর ১০টি সামাজিক সংগঠন পেয়েছে উন্নত জাতের নারিকেল গাছের ৫০টি চারা।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস কে জহির উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তা।
What's Your Reaction?






