বাগমারায় পল্লী বিদ্যুৎ মিটার চুরিতে আতঙ্ক, চোরদের হুমকি ও মুক্তিপণ দাবি

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহীঃ
Jul 13, 2025 - 14:51
 0  1
বাগমারায় পল্লী বিদ্যুৎ মিটার চুরিতে আতঙ্ক, চোরদের হুমকি ও মুক্তিপণ দাবি

রাজশাহীর বাগমারায় দিনদিন বেড়েই চলেছে পল্লী বিদ্যুতের মিটার চুরির ঘটনা। কে বা কাহারা গভীর রাতে মিটার চুরি করে নিয়ে যাচ্ছে এবং পরদিনই ফেলে যাচ্ছে একটি মোবাইল নম্বর। সেই নম্বরে ফোন করলে চোরেরা সরাসরি টাকা দাবি করছে মিটার ফেরতের বিনিময়ে। টাকা না দিলে ভবিষ্যতে আরও মিটার চুরির হুমকি দিচ্ছে তারা।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার পশ্চিম এলাকার শংকরপৈ মোড়ের রাইস মিল, বকপাড়া মোড়ের আরেকটি রাইস মিল, নারায়নপাড়া গ্রামের ইয়াদ আলীর মালিকানাধীন একটি গভীর নলকূপ এবং মুগাইপাড়ার বরেন্দ্র গভীর নলকূপের মিটার চুরি হয়। একই রাতে ভবানীগঞ্জ থেকেও দুইটি মিটার চুরি হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে একটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

শংকরপৈ মোড়ের রাইস মিল মালিক আপন সরকার জানান, “সকাল ৫টার দিকে মিলে গিয়ে দেখি মিটার চুরি হয়ে গেছে। পাশে পড়ে থাকা একটি কাগজে লেখা মোবাইল নম্বর ০১৯৪৬৮৯৩০৫৪ দিয়ে ফোন করলে তারা আমার কাছে ৬ হাজার টাকা দাবি করে এবং হুমকি দেয়—টাকা না দিলে যতবার মিটার লাগাবো, ততবার চুরি করবে।”

চুরি হওয়া প্রতিটি জায়গায় মোবাইল নম্বর রেখে গেছে চোররা। নম্বর একই হলেও শেষের এক-দুইটি অঙ্কে রয়েছে ভিন্নতা, ধারণা করা হচ্ছে, তারা পরিকল্পিতভাবে প্রতিটি মিটারের জন্য আলাদা ‘কোড’ ব্যবহার করছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান বলেন, “বাগমারায় এক রাতেই ছয়টি মিটার চুরির খবর পেয়েছি। ভবানীগঞ্জে একটি মিটার পাওয়া গেলেও বাকি মিটারগুলোর কোনো হদিস মেলেনি। একটি সংঘবদ্ধ চক্র এ কাজে জড়িত। দেশের বিভিন্ন জোনে এমন কার্যক্রম তাদের রয়েছে বলে ধারণা করছি। আমরা পুলিশকে জানিয়েছি।”

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, “বিভিন্ন স্থান থেকে মিটার চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

প্রতিনিয়ত এ ধরনের চুরির ঘটনায় ক্ষোভ আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ গ্রাহকদের মাঝে। বিদ্যুৎ সংযোগ ব্যাহত হওয়া ছাড়াও চোরদের হুমকি ও অর্থ দাবির ঘটনায় ভীত হয়ে পড়েছেন অনেকে।

সংশ্লিষ্টদের দাবি, অবিলম্বে এই চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং পল্লী বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের মিটার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow