মাগুরায় ভ্যানকে ধাক্কা দিয়ে বাস খাদে

মাগুরায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ হারিয়েছেন ব্যাটারিচালিত ভ্যানচালকসহ দু’জন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। রবিবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলমখালী রামনগর পার্কিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের আওয়াল মোল্লার ছেলে ভ্যানচালক সাগর মোল্লা (৪৪) এবং একই উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের দোড়ামতলা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৩৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি রাস্তার পাশে একটি ব্রিজের নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সাগরের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান রেশমা খাতুন।
দুর্ঘটনায় গুরুতর আহত অন্তত ১০ যাত্রীকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
রামনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
What's Your Reaction?






