মাগুরায় জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড রবিবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্স মাগুরার আরআই।
প্যারেড শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ, তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
What's Your Reaction?






