বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দৈনিক যুগান্তর, যমুনা টেলিভিশনসহ ৪২টি প্রতিষ্ঠানের কর্ণধার, দেশব্যাপী শিল্প বিপ্লবের অন্যতম অগ্রদূত, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাভারে।
রবিবার (১৩ জুলাই) দুপুরে সাভার প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে যুগান্তর ও যমুনা টেলিভিশন। শোকসভায় বক্তারা বলেন, নুরুল ইসলাম ছিলেন একাধারে দেশপ্রেমিক, সাহসী ও সংগ্রামী শিল্পোদ্যোক্তা। তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শিল্প বিপ্লব ঘটিয়ে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।
বক্তারা বলেন, শীর্ষস্থানীয় শিল্পপতি হয়েও তিনি সাদামাটা জীবনযাপন করতেন। শুধু ব্যক্তি জীবনে নয়, জাতির সংকটময় মুহূর্তে জীবন বাজি রেখে তিনি অংশ নেন মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীনের পর তাঁর হাত ধরেই গড়ে ওঠে ৪০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান, যা আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও পণ্য রপ্তানি করছে।
তাঁর আপোষহীনতা ও সত্যনিষ্ঠার ফলেই যুগান্তর ও যমুনা টেলিভিশন আজ দেশের শীর্ষ গণমাধ্যমের কাতারে উঠে এসেছে বলেও উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের ঢাকা জেলা উত্তর প্রতিবেদক সাংবাদিক জাভেদ মোস্তাফা। প্রধান অতিথি ছিলেন সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজজুল হুদা। বক্তব্য রাখেন এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান, দৈনিক ইনকিলাবের সেলিম আহমেদ, গ্লোবাল টিভির তোফায়েল হোসেন সানি, এশিয়ান টেলিভিশনের আহসানুল, সাংবাদিক সঞ্জীব সাহা, একুশে টেলিভিশনের সাহেদ জুয়েল, কালের কণ্ঠের মোঃ ওমর ফারুক এবং মসজিদের ইমাম ইসমাইল হোসেন সাভারী।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ওমর ফারুক। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নুরুল ইসলাম শুধু প্রতিষ্ঠাতা নন, তিনি স্বপ্ন দেখতেন একটি সমৃদ্ধ বাংলাদেশের। তাঁর কর্মযজ্ঞ ও আদর্শের মধ্য দিয়েই তিনি আজও বেঁচে আছেন কোটি মানুষের হৃদয়ে।
What's Your Reaction?






