আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সচেতনতামূলক র‍্যালি

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Oct 18, 2025 - 18:52
 0  3
আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গু জ্বরের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে। "আতঙ্ক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়" এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এই র‍্যালি অনুষ্ঠিত হয়

ঢাকা-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ধামসোনা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নং জোন কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।[1] র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা পলাশবাড়ী বাসস্ট্যান্ডের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও পানিতে মশা নিধন স্প্রে করেন। একইসাথে, এলাকার শিক্ষার্থী, রিকশাচালক, দোকানদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক পরামর্শ ও লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) আশুলিয়া থানা উপশাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম খাঁন লিটন। তিনি তার বক্তব্যে বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। নিজ নিজ বাড়ির আঙ্গিনা ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কাশফুল সংগঠনের আকাশ মীর, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রাজা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পাঠান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন কাদের, দপ্তর সম্পাদক বুলবুল আহমেদ হাসু, মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা লায়লা এবং প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান।

এছাড়াও, ধামসোনা ১নং জোনের সভাপতি শামসুল আলম শান্ত, ২নং জোনের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান, ৩নং জোনের সভাপতি নূরে আলম সবুর এবং ৪নং জোনের সভাপতি আব্দুল মান্নান বকুলসহ各 অঞ্চলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow