আশুলিয়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদী মানববন্ধন

দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রীসহ দেশজুড়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
আজ সোমবার, ২০ অক্টোবর ২০২৫, আশুলিয়ার জিরাবো বাজার এলাকায় বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় দুই তরুণ সমাজকর্মী, মিলন আহমেদ জয় এবং আবু হোসাইন সবুজ এই প্রতিবাদী কর্মসূচিতে নেতৃত্ব দেন।
মানববন্ধনটি বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল আকারে নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে। সেগুলোতে 'আমার বোনের নিরাপত্তা চাই', 'ধর্ষণের বিচার চাই', 'কালবিলম্ব নয়, নিরাপদ সমাজ গড়ি', 'নারী-পুরুষ সমান করি', এবং 'ধর্ষকের ফাঁসি চাই' এর মতো দাবিগুলো তুলে ধরা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাওসীফ ইসলাম তার বক্তব্যে বলে, "আমরা আর চুপ থাকবো না। নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে হলে আমাদেরকেই রাস্তায় নামতে হবে। আমাদের এ প্রতিবাদ শুধু আজকের জন্য নয়, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ সব সময়ের।"
জিরাবো এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও এই মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং নারী নির্যাতনমুক্ত একটি নিরাপদ সমাজ বিনির্মাণের দাবি জানায়।
What's Your Reaction?






