আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ইতালি প্রবাসী মন্টুর জানাজায় হাজারো মানুষের ঢল

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 21, 2025 - 12:20
 0  12
আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ইতালি প্রবাসী মন্টুর জানাজায় হাজারো মানুষের ঢল

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক হৃদয়বিদারক ও স্মরণীয় দৃশ্যের সৃষ্টি হয়েছে- সহস্র মানুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ইতালি প্রবাসী আলী আজগর মন্টুর জানাজা।

মন্টু আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসার ঝন্টুর বড় ভাই এবং উপজেলার মিঠাপুর কলেজ রোড এলাকার বাসিন্দা ছিলেন। গত ৯ অক্টোবর ইতালির রোমের একটি হাসপাতালে স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘ ৯–১০ দিন পর প্রবাস থেকে তাঁর মরদেহ দেশে পৌঁছালে, সোমবার (২০ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
সেই জানাজায় পুরো প্রাঙ্গণ এবং আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায় শোকাহত মানুষের ঢলে এক মুহূর্তে যেন থমকে যায় আলফাডাঙ্গা।

জানাজায় অংশ নেন, রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষ।

জানাজার পূর্ব মুহূর্তে ফরিদপুর-১ আসনের আগামী দিনের দুই কান্ডারী, দেশের খ্যাতিমান সাংবাদিক, লেখক ও কলামিস্ট জননেতা আরিফুর রহমান দোলন এবং জামায়াতে ইসলামীর নেতা প্রফেসর ইলিয়াস মোল্লা একান্ত আলাপচারিতায় মরহুম মন্টুর জীবন, কর্ম ও সমাজের প্রতি অবদান নিয়ে স্মৃতিচারণ করেন।

তাঁরা বলেন,মন্টু ভাই ছিলেন একজন মানবিক, উদার ও সমাজপ্রেমী মানুষ। প্রবাসে থেকেও এলাকার উন্নয়নে তিনি নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যু শুধু পরিবারের নয়, পুরো আলফাডাঙ্গার জন্য এক অপূরণীয় ক্ষতি।

স্থানীয়রা জানান, মন্টু ছিলেন সবার প্রিয়মুখ—হাসিমুখে সবার পাশে দাঁড়ানো এক দয়ালু মানুষ। প্রবাসে থেকেও তিনি সবসময় এলাকার মানুষ ও উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতেন।

জানাজা শেষে এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। সবাই একবাক্যে বলেন,মানুষ হিসেবে ভালো থাকার যে শিক্ষা মন্টু ভাই দিয়ে গেছেন, সেটাই তাঁর প্রকৃত উত্তরাধিকার।

মন্টুর মৃত্যু আলফাডাঙ্গাবাসীর মনে এক অনন্ত শূন্যতা তৈরি করেছে। তবে তাঁর কর্ম, ভালোবাসা ও মানবিকতার স্মৃতি আজও প্রেরণার বাতিঘর হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow