আত্রাইয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও গণসংযোগ

নওগাঁর আত্রাইয়ে বিএনপির কেন্দ্রঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার মনিয়ারী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা এসএম রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক বখস্ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতন্ত্র ও স্বচ্ছতার পথে ফিরিয়ে আনার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা যুবসমাজ, কৃষক ও শ্রমিকদের অধিকার আদায়ে আপসহীনভাবে কাজ করছি।
রেজু আরও বলেন, বিএনপি সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে এসেছে এবং আগামীতেও করবে। সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে জাতির উন্নয়ন ও সমৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে বিএনপির উন্নয়ন ভাবনা ও ভিশন তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর ও সাবেক আহ্বায়ক মো. আব্দুল জলিল চকলেট। এছাড়াও যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব, ছাত্রদলের আহ্বায়ক মো. সাকিল আহমেদ, মনিয়ারী ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, জিয়া সাইবারফোর্সের সভাপতি মো. আব্দুর রহমান সেন্টু ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচির শেষ পর্যায়ে নেতাকর্মীরা বিভিন্ন বাড়ি ও দোকানে গিয়ে বিএনপির ৩১ দফার কর্মসূচি সম্পর্কে প্রচারণা চালান এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। উপস্থিত নেতারা বলেন, জনগণের সমর্থন নিয়েই ভবিষ্যতে দেশের গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম আরও জোরদার হবে।
What's Your Reaction?






