উত্তরায় ট্রাফিক পুলিশের জালে ২৩ হাজার পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ট্রাফিক পুলিশের তল্লাশিচৌকিতে ধরা পড়েছে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বিমানবন্দরের প্রবেশ মুখে ট্রাফিক বিভাগ পরিচালিত এক চেকপোস্টে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. আব্দুল হামিদ (২৮) ও মো. রাহাত উল্লাহ। তারা দু’জনেই একটি মোটরসাইকেলে করে মাদক বহন করছিলেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে ট্রাফিক বিভাগ।
ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, চেকপোস্টে মোটরসাইকেলটির কাগজপত্র যাচাই করার সময় পেছনে বসা আরোহী আব্দুল হামিদের সঙ্গে থাকা একটি ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে ব্যাগটি তল্লাশি করলে ভেতরে রাখা ২৩,০০০ (তেইশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে মোটরসাইকেলযোগে অপরাধ কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় তল্লাশি কার্যক্রম আরও তীব্র করা হয়েছে। পাশাপাশি কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধেও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় উত্তরা ট্রাফিক বিভাগের তৎপরতা ও সচেতনতামূলক চেকপোস্ট পরিচালনা আরও একবার মাদক প্রতিরোধে পুলিশের অগ্রণী ভূমিকার সাক্ষ্য দিল।
What's Your Reaction?






