আত্রাইয়ে জামায়াতের নিজ উদ্যোগে মস্কিপুর-কালীগঞ্জ সড়ক সংস্কার শুরু

নওগাঁর আত্রাইয়ে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ সৃষ্টি করা মস্কিপুর-কালীগঞ্জ সড়কের সংস্কার কাজ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির মনোনীত এমপি পদপ্রার্থী মো. খবিরুল ইসলামের নিজস্ব তহবিল থেকে এ কাজের অর্থায়ন করা হচ্ছে।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় এ সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামির মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য এবং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।
এ সময় বক্তব্যে খবিরুল ইসলাম বলেন, "জনগণের দুর্ভোগ লাঘবের জন্য জামায়াতে ইসলামি নিজেদের সম্পদ ও শ্রম দিয়ে সড়ক সংস্কারের কাজ শুরু করেছে। আমরা শুধু সড়ক সংস্কারেই সীমাবদ্ধ নই, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই অঙ্গীকারবদ্ধ।"
তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য হলো এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে কার্যকর ভূমিকা পালন করা। সরকারের পাশাপাশি আমরা সমাজের প্রতিটি স্তরে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করব ইনশাআল্লাহ।"
খবিরুল ইসলাম জানান, জামায়াতে ইসলামি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি সামাজিক আন্দোলনও। মানবসেবাকে ঈমানের অংশ হিসেবে দেখে দলটি বরাবরই যেকোনো সংকটে জনগণের পাশে থেকেছে। মস্কিপুর-কালীগঞ্জ সড়ক সংস্কার তারই একটি প্রমাণ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সড়ক সংস্কারের এ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষের অনুভূতি সৃষ্টি করেছে।
What's Your Reaction?






