আলোচিত সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি নেত্রকোণায় গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 13, 2025 - 22:05
 0  3
আলোচিত সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি নেত্রকোণায় গ্রেফতার

রাজধানীর মিটফোর্ড এলাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। রবিবার (১৩ জুলাই, ২০২৫) ভোরে নেত্রকোণা জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: সজীব ব্যাপারী (২৭) ও মো. রাজিব ব্যাপারী (২৫)।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল রবিবার রাত আনুমানিক ৩:৩৫ ঘটিকায় নেত্রকোণা জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রসঙ্গত, গত ৯ জুলাই, বুধবার, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) তিন নম্বর গেটের সামনে একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে।

ঘটনার সংবাদ পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, এই মামলায় এর আগে পুলিশ ও র‍্যাব পৃথক অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করেছিল। নতুন দুইজনকে নিয়ে এ মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো সাতজনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow