ফরিদপুরের ভাঙ্গায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন এনসিপি নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এনসিপির ভাঙ্গা উপজেলা প্রধান সমন্বয়ক মো. আশরাফের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
অবরোধ চলাকালে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে দূরপাল্লার বাস, ট্রাকসহ সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পরে ভাঙ্গা উপজেলা প্রশাসন, পুলিশ ও হাইওয়ে থানার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে অবরোধ তুলে নেয় এনসিপি নেতাকর্মীরা।
What's Your Reaction?






