সরকারি রাজেন্দ্র কলেজে ‌জুলাই শহীদ দিবস পালিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 16, 2025 - 21:03
 0  2
সরকারি রাজেন্দ্র কলেজে ‌জুলাই শহীদ দিবস পালিত

ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজে শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে ‌জুলাই শহীদ দিবস।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে ২৪ জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাজী নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম সদস্য সচিব জাকির ফায়েজ, ছাত্রদল রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি মোঃ পারভেজ খান এবং সাধারণ সম্পাদক আব্দুর রাহিম।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন কাঠামোর পতনের মধ্য দিয়ে রক্তের বিনিময়ে দেশের মাটিতে অর্জিত হয়েছে নতুন এক স্বাধীনতা। সেই আন্দোলনের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে — যেখানে মেধাবী শিক্ষার্থীরা অবিচারের শিকার হচ্ছিলেন।

বক্তারা আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ঢেউয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে এই আন্দোলন, যার ফলেই আজ মুক্ত আকাশের নিচে সত্য উচ্চারণ সম্ভব হয়েছে।

তাদের মতে, অর্জিত স্বাধীনতাকে ধরে রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধ থেকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow