পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুই পরীক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করেছে এক বখাটে যুবক। পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে ভাঙ্গা থানার সামনে কালীবাড়ি সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার দুই পরীক্ষার্থী হলেন—ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশিক মাতুব্বর (১৭) ও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইম শেখ (১৮)। উভয়ের বাড়ি আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি চিকিৎসা শেষে তাদের হাতে ও পেটে সেলাইসহ প্রয়োজনীয় ব্যান্ডেজ করে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। পরীক্ষার পর পুনরায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আশিক মাতুব্বর বলেন, "সকালে ভ্যানে করে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলাম। থানা সংলগ্ন কালীবাড়ির কাছে পৌঁছাতেই প্রতিবেশী ফাহিম মাতুব্বর চাইনিজ কুড়াল দিয়ে আমার ও সাইমের ওপর এলোপাতাড়ি কোপ মারে। ফাহিম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। প্রায় ৮-৯ মাস আগে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছিল।"
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তানসিফ জুবায়ের বলেন, "দুই শিক্ষার্থীর শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরি চিকিৎসা দিয়ে তাদের কেন্দ্রে পাঠানো হয় এবং পরে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
ঘটনার বিষয়ে ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. হায়দার হোসেন বলেন, "এই নির্মম হামলায় আমরা বিস্মিত। হামলাকারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।"
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, "ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
What's Your Reaction?
সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ