কুবি শিক্ষককে হুমকি ও মিথ্যা অপবাদের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Jul 16, 2025 - 17:28
 0  22
কুবি শিক্ষককে হুমকি ও মিথ্যা অপবাদের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে প্রায় ২০০ শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. কামরুল হাসান (হাসান কামরুল) সহকারী প্রক্টর ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. মুতাসিম বিল্লাহকে প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন।

মানববন্ধনে ‘হাসান কামরুলের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’—এমন নানা স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত হয়ে ওঠে।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, “আমরা শিখেছি শিক্ষক পিতৃসম। কিন্তু আজ আমাদের শিক্ষকের বিরুদ্ধে হুমকি—এটি মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ডিবেটিং সোসাইটির সভাপতি মুহসিন জামিল বলেন, “হাসান কামরুল ২০২০ সাল থেকেই নানা ইস্যুতে অস্থিতিশীলতা তৈরি করছে। সে বিভিন্ন গ্রুপ কুক্ষিগত করে বিশ্ববিদ্যালয়ের নামে অপপ্রচার চালায়। এমনকি নারী শিক্ষকদের নিয়েও তার আপত্তিকর মন্তব্য রয়েছে।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হোসাইন আল-আমিন বলেন, “ক্যাম্পাসে ‘লোক’ না দিতে পারায় মুতাসিম বিল্লাহর পেছনে লেগেছে হাসান কামরুল। প্রথম ব্যাচের হয়েও সে এখনো কেন ক্যাম্পাসে ঘুরে বেড়ায়! আজীবনের জন্য তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।”

মানববন্ধনে ইংরেজি বিভাগের চেয়ারম্যান শরিফুল করিম বলেন, “আমার সহকর্মীকে হুমকির প্রতিবাদ জানাই। আমি তার পাশে আছি।”

উল্লেখ্য, গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ফুল দেওয়াকে কেন্দ্র করে প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহকে হুমকি দেন সাবেক শিক্ষার্থী হাসান কামরুল—এমন অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী শিক্ষক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow