কুবিতে 'মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং' শীর্ষক ওয়ার্কশপ সম্পন্ন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সাপোর্ট নিশ্চিত করতে 'মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ নভেম্বর) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে ও রোটারেক্ট ক্লাব,কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় ছাত্র উপদেষ্টা বা শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন বিভাগের ব্যাচ প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল নিবন্ধিত ও অনিবন্ধিত ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম।
অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান মনোরোগ বিশেষজ্ঞ ডা. এ এস এম মোরশেদ ও বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আব্দুল্লাহ জিয়াদ।
অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম শিক্ষার্থীদের মানসিক অসুস্থতা থেকে দূরে থাকতে ভালো সহপাঠী নির্বাচনের পাশাপাশি পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ প্রদান করেন।
অনুষ্টানের সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে কাউন্সেলিং সেবার আওতায় আনার জন্য আমরা কাজ করছি। কাউন্সেলিং, ক্যারিয়ার কাউন্সেলিং এবং উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়কে প্রস্তাবনা দিয়েছি যাতে প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা বড় ধরনের কাউন্সিলিং এর আওতায় চলে আসে।
উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী বলেন, মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলো দিনদিন বাড়ছে। যেই ধরনের চিন্তা সামান্য দুশ্চিন্তা ঘটাতে পারে সেটা দ্বিতীয়বার চিন্তা করা যাবে না। এই দুশ্চিন্তা নিয়ে বার বার চিন্তা করতে থাকলে মানসিক দুর্বলতা চলে আসবে। একই চিন্তা বার বার আসলে পরিবেশ বদল করার চেষ্টা করবা, একা থাকলেও একা থাকা যাবে না, বন্ধুদের সাথে বসবা। মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে এমন কিছু করা যাবে না। বর্তমানে যেই পরিবেশে আছো সেটার সাথে যদি খাপ খাইয়ে নিতে পারো তাহলে সবচেয়ে ভালো থাকতে পারবা৷
What's Your Reaction?
আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ