জাতীয় শিক্ষক ফোরাম ফরিদপুরের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক স্বার্থে বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় শিক্ষক ফোরাম ফরিদপুরের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে ফরিদপুরের হাড়োকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে রবিবার (৩ আগস্ট) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো—এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষকদের নিঃশর্ত বদলি, এসপিআর এবং অবসর কল্যাণ ভাতা প্রদানের জটিলতা নিরসন, শিক্ষা সংস্কার কমিশন গঠন, কওমি সনদধারীদের সরকারি চাকরিতে সুযোগ প্রদান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণসহ ধর্মশিক্ষার অন্তর্ভুক্তি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা কমিটি এই কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা মোহাম্মদ আবু জাফর, সাধারণ সম্পাদক মুফতি জহিরুল ইসলাম এবং আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক খন্দকার অহিদুজ্জামান প্রমুখ।
What's Your Reaction?






