রোয়াংছড়িতে শ্লীলতাহানির অভিযোগে এক যুবক গ্রেফতার
বান্দরবানের রোয়াংছড়িতে রাতে একটি শ্লীলতাহানির চেষ্টা করতে গিয়ে এক যুবককে গ্রেফতার করে রোয়াংছড়ি থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন ওয়াগয় পাড়া এলাকার কালা পেদা তঞ্চঙ্গ্যার ছেলে রূপম কান্তি তঞ্চঙ্গ্যা (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১০ নভেম্বর) রাত প্রায় সাড়ে ৯টার দিকে ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাতিং ঝিরি পূর্ণবাসন পাড়ায় ঘটনাটি ঘটেছে। ভিকটিমের স্বামী প্রায় তিন মাস আগে মারা যাওয়ার পর তিনি তার বয়স্ক শ্বাশুড়ি ও দুই সন্তানকে নিয়ে ওই এলাকায় বসবাস করছিলেন। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি রাতে আঁধারে ভিকটিমের ঘরে প্রবেশ করে শ্লীলতাহানি করার চেষ্টা করলে ভিকটিম চিৎকার করেন। চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।
রোয়াংছড়ি থানার সিনিয়র এসআই সুভ্র মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে শিশু ও নারী যৌন হয়রানির মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় তাকে বান্দরবান কোর্টে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?
সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ